চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তুর্কমেনিস্তানকে হারিয়েই টানা দ্বিতীয় শিরোপা চায় বাংলাদেশ

শক্তিতে এগিয়ে থাকা কিরগিজস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মত বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেখানেও আরেক কঠিন প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। সেই কঠিন প্রতিপক্ষকে হারিয়েই দ্বিতীয়বারের মত শিরোপা নিজেদের ঘরে রেখে দেয়ার আশা স্বাগতিক কোচ আলি পোর পোরজির।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার বিকেল তিনটায় মুখোমুখি হবে দুই দল।

‘এ’ গ্রুপ থেকে নেপালকে ৩-১ সেটে, মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে গ্রুপসেরা হয়েই সেমির টিকিট পায় বাংলাদেশ। সেখানে কিরগিজস্তানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচে ৩-২ সেটে জিতে ফাইনালে আসে স্বাগতিকরা।

অন্যদিকে ‘বি’ গ্রুপের সেরা তুর্কমেনিস্তান। সেমিতে নেপালকে ৩-০ সরাসরি সেটে হারানো দলটি এবারের আসরের অন্যতম ফেভারিট। খেলোয়াড়দের উচ্চতা এবং কৌশলগত দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে তুর্করাই। স্বাগতিক কোচ মানছেনও সেটা।

‘আমার ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। আগের ম্যাচেই আমরা আমাদের সামর্থ্য দেখিয়েছি। কিন্তু ফাইনালটা কঠিন হবে। কেননা, তুর্কমেনিস্তানও ভালো প্রস্তুতি নিয়ে এসেছে।’

ম্যাচ জিতলেও নেপাল ও কিরগিজদের বিপক্ষে প্রথম সেটে হেরেছে বাংলাদেশ। কিন্তু সেটিকে বড় সমস্যা হিসেবে দেখতে নারাজ স্বাগতিক কোচ, ‘ম্যাচে এটা হতেই পারে। আপনি দুই সেট হেরে যেতে পারেন। কিন্তু পরে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতেও নিতে পারেন। আমার ছেলেরা তাই করে দেখিয়েছে।’