চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

তুরস্কে বোমা হামলায় নিহতদের মরদেহ নিয়ে শোক মিছিল

তুরস্কের সুরুক এ সাংস্কৃতিক কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩২ জনের মরদেহ নিয়ে শোক মিছিল করেছে সেখানকার সাধারণ মানুষ।

সন্ত্রাস বিরোধী প্লাকার্ড নিয়ে শোক মিছিলে অংশ নেন শিক্ষার্থীরা। সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগানে নিহতদের শ্রদ্ধা জানান তারা। পরে নিহতদের মরদেহ দাফনের জন্য তাদের শহরে পাঠিয়ে দেওয়া হয়।

বোমা হামলার পর তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু জানিয়েছেন, হামলায় জড়িত সন্দেহভাজন এক ব্যক্তিকে সনাক্ত করা হয়েছে। জঙ্গিগোষ্ঠি আইএস হামলার পেছনে জড়িত থাকতে পারে বলে ইঙ্গিত দেন তুর্কি প্রধানমন্ত্রী।

হামলায় যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বোমা সন্ত্রাসে আহত ২৯ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছে।