চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তিন মাস পর একাই বাড়ি ফিরল ৫ বছরের শিশু

করোনাভাইরাসের কারণে ভারতে প্রায় দুইমাস আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার পর আস্তে আস্তে খুলতে শুরু করেছে। আর এই সুযোগে বাবা-মায়ের কাছে ফিরতে পেরেছে ৫ বছরের এক শিশু।

বিহান শর্মা নামের ওই শিশু ৩ মাস ধরে লকডাউনে আটকা পড়েছিল দিল্লিতে। ফ্লাইট চালু হওয়ায় ফিরেছে নিজ বাড়ি বেঙ্গালুরুতে।

এনডিটিভি তাদের প্রতিবেদনে বলেছে: সোমবার সকালে দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়া ফ্লাইটে ফিরেছে বিহান শর্মা।

বিহান শর্মা তিন মাস আগে দিল্লিতে ছিলে, লকডাউনের কারণে বাড়িতে ফিরে আসতে পারেনি। এখন বিমান চলাচল শুরু হতে ফিরেছে মায়ের কোলে।

করোনার ভাইরাসের কারণে দুই মাস সম্পূর্ণ লকডাউন থাকার পর, ভারতে এখন কয়েকটি অভ্যন্তরীণ বিমানের অনুমতি দিয়েছে সরকার।

বিমানবন্দরে ছেলেকে নিতে আসা বিহানের মা জানান, তার ৫ বছরের ছেলে দিল্লি থেকে একাই  বাড়িতে এসেছে, এ জন্য তিনি আনন্দিত।