চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

তাসকিন-সাইফউদ্দিনকে নিয়ে হোয়াইটওয়াশের মিশন

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার উইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের শেষটিতে নেমেছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলা টাইগাররা এদিন টসে হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে।

প্রথম ম্যাচে মিরপুরে ৬ উইকেটে জিতে এগিয়ে যায় স্বাগতিকরা। একই মাঠে পরের লড়াইয়ে ৭ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে।

চট্টগ্রামে সফরকারীদের হোয়াইটওয়াশের মিশনে নেমেছে তামিম ইকবালের দল। শেষ দুই ম্যাচের জয়ী একাদশে দুটি পরিবর্তন নিয়ে নেমেছে স্বাগতিকরা।

এই সিরিজেই অভিষিক্ত পেসার হাসান মাহমুদ ও অভিজ্ঞ রুবেল হোসেনকে বাইরে রেখে পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং পেসার তাসকিন আহমেদকে নিয়ে নেমেছে লাল-সবুজরা।

উইন্ডিজের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ জিতে ফেলেছে বাংলাদেশ। এবার সুযোগ তাদের হোয়াইটওয়াশ করা।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।