চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

তাসকিনের গতির ঝলক

প্রথম দুই ম্যাচের একটিতেও সুযোগ পাননি। তৃতীয় ম্যাচে মাঠে নেমে গতিতে ঝড় তুলছেন তাসকিন আহমেদ। অষ্টম ওভারে লুক রঞ্চিকে গতিতে পরাস্ত করে মোস্তাফিজের হাতে ধরা পড়তে বাধ্য করেন।

অফস্টাম্পের বাইরে শর্টবল করেছিলেন তাসকিন। রঞ্চি হুক করতে যেয়ে টাইমিংয়ে গড়মিল করেন। গতির কারণেই ঠিকমতো ব্যাটে নিতে পারেননি। মিডঅনে ধরা পড়েন মোস্তাফিজের হাতে।

বাংলাদেশ এদিন টস হেরে আগে বোলিং করছে।

শুক্রবার বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে টস হয়। আর বৃষ্টি না হলে কোনও ওভার কাটা হবে না। নির্ধারিত ৫০ ওভারই থাকবে ম্যাচের বয়স।

২০০৫ সালে কার্ডিফের এই সোফিয়া গার্ডেনেই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারানোর স্মৃতি আছে লাল-সবুজদের। সেই ম্যাচে বাংলাদেশ দলের হয়ে খেলা মাশরাফির কাঁধে টাইগারদের নেতৃত্ব।

বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরে যায়। এরপর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এক পয়েন্ট পায় টিম টাইগার্স। অস্ট্রেলিয়াও নিজেদের প্রথম ম্যাচে একইভাবে এক পয়েন্ট নিয়ে খুশি থাকে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।