চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তারেক রহমানের সাবেক এপিএস নুরুদ্দিন অপু গ্রেপ্তার

নির্বাচনের আগে রাজধানীর মতিঝিল থেকে আট কোটি টাকা উদ্ধারের ঘটনায় অর্থ পাচার ও সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস মিয়া নুরুদ্দিন অপুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। অপু হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন।

র‌্যাব-১ অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন, অপু বর্তমানে র‌্যাবের তত্ত্বাবধানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছে, হাসপাতাল ছাড়পত্র দেওয়ার পর তাকে র‌্যাব হেফাজতে নেওয়া হবে।

নির্বাচনের আগে রাজধানীর মতিঝিল থেকে আট কোটি টাকা উদ্ধারের ঘটনায় অর্থ পাচার ও সন্ত্রাস বিরোধী আইনে করা মামলার চার নম্বর আসামি নুরুদ্দিন অপু। এর আগে এ মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শরীয়তপুর ৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়েছেন অপু।