চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

তামিমের ফিফটির পর মাহমুদউল্লাহ ঝড়

খুলনাকে ১৮৪ রানের লক্ষ্য দিলো ঢাকা

মোহাম্মদ শেহজাদের ঝড়ো শুরু, তামিমের দুর্দান্ত ফিফটি এবং শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ক্যামিওতে বড় সংগ্রহ গড়ল মিনিস্টার গ্রুপ ঢাকা। মুশফিকুর রহিমের দলের জয় পেতে ইবাদত-রুবেলদের বিপক্ষে করতে হবে ১৮৪ রান।

দুই বছর পর বিপিএল মাঠে গড়িয়েছিল পুরনো রূপে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উদ্ধোধনী দিনে চট্টগ্রামকে অল্পতে গুটিয়ে জয়ে শুরু করেছে সাকিবের বরিশাল। দিনের দ্বিতীয় খেলায় এসেই বড় সংগ্রহ দেখল চলতি আসর। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে খুলনার বিপক্ষে ঢাকা ১৮৩ রানের সংগ্রহ দাড় করেছে।

নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। শুরুতেই তাদের পরিকল্পনা দুমড়ে-মুচড়ে দেন হার্ডহিটার মোহাম্মদ শেহজাদ। আফগান এ ব্যাটার আট চারে ২৭ বলে খেলেন ৪২ রানের দুর্দান্ত ইনিংস।

প্রথম উইকেট জুটিতে দারুণ গতিতে রান তুলছিলেন ঢাকার দুই ওপেনার। শুরুর আট ওভারে ৬৯ রানের মাথায় রানআউটের ফাঁদে পড়েন শেহজাদ। পরে আসরের প্রথম ফিফটি তুলে ফিরেন ওপেনার তামিম ইকবাল। ৪২ বলে ৫০ রানের ইনিংস খেলার পথে হাঁকান চারটি চার। ফেরেন কামরুল ইসলাম রাব্বির শিকার হয়ে।

অন্যপ্রান্তে নাঈম খুব ভালো না করতে পারলেও দারুণ শুরু করেছিলেন আন্দ্রে রাসেল। কিন্তু নিজেকে দুর্ভাগা মনে করতে পারেন তিনি। অদ্ভুতভাবে ৩ বলে ৭ রান করে রানআউটে সাজঘরে ফিরেছেন এই ক্যারিবিয়ান।

শুরুর রানের গতি মাঝে থেমে গেলেও শেষটা রাঙান ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ। ২০ বলে ৩ ছক্কা আর ২ চারে খেলেন ৩৯ রানের ক্যামিও। বিশতম ওভারে কামরুলের বলে তানজিদকে ক্যাচ দিয়ে ফেরেন দলপতি। ৪ বলে ৯ রান করে শেষটা বড় সংগ্রহে টানেন শুভাগত হোম।

খুলনা টাইগার্সদের হয়ে বোলারদের খারাপ দিনেও দুর্দান্ত ছিলেন মেহেদি হাসান। তরুণ এই অফ স্পিনার কোনো উইকেট না পেলেও চার ওভারে খরচ করেছে ২৪ রান। ৪ ওভারে ৪৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি। একটি উইকেট পেয়েছেন লঙ্কান পেসার থিসারা পেরেরা।