চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

তামিমদের লাহোরকে হারিয়ে শিরোপা বাবরের করাচির

পিএসএলের ফাইনালে তামিম ইকবালদের লাহোর কালান্দার্সকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে বাবর আজমের করাচি কিংস।

করাচি স্টেডিয়ামে টুর্নামেন্টের পঞ্চম আসরের শিরোপার মঞ্চে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৩৪ রান তুলতে পারে লাহোর কালান্দার্স। জবাব দিতে নেমে ৫ উইকেট ও ৮ বল হাতে রেখে জয়ে নোঙর ফেলে করাচি কিংস।

তামিম ইকবাল ইনিংস বড় করতে পারেননি। তবে লাহোরের সর্বোচ্চ ইনিংসটা খেলেছেন। যদিও বলের হিসেবে সেটি টি-টুয়েন্টির সাথে বেমানান! ৪ চার ও এক ছক্কায় ৩৮ বলে ৩৫ রান বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের নামের পাশে। প্লে-অফে গত দুই ম্যাচে ২০ বলে ৩০, আর ১০ বলে ১৮ রান এসেছে তার ব্যাটে।

ফখর জামান ২৭, সোহাইল আখতার ১৪, ডেভিড ওয়াইজ ১৪, শাহিন আফ্রিদি ১২ ও মিটার এক্সট্রার ১৪ রানে মোটামুটি একটা সংগ্রহ পায় লাহোর।

লক্ষ্য তাড়ায় নেমে বাবর আজমের অপরাজিত ফিফটি কার্যকরী হয়ে ওঠে। ৭ চারে ৪৯ বলে ৬৩ করে শিরোপা নিশ্চিত জেনেই মাঠ ছাড়েন ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য টুর্নামেন্ট বাবর।