চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিমানে যান্ত্রিক ত্রুটি, তামিমদের দেশে ফিরতে দেরি

শ্রীলঙ্কা সফর শেষে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টায় বাংলাদেশ দলের ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর অন্য আরেকটি বিমানে দেশের পথে রওনা হয়েছেন তামিম-মুশফিকরা।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে টাইগার দল।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫মিনিটে লঙ্কান এয়ারলাইন্সের ইউএল-১৮৯ ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু লঙ্কান এয়ারলাইন্সের এয়ারক্রাফটে শেষ মুহূর্তে দেখা দেয় যান্ত্রিক গোলোযোগ। খানিক অপেক্ষার পর অন্য আরেকটি এয়ারক্রাফটে চেপে রওনা হওয়ায় কমপক্ষে আড়াই ঘণ্টা বিলম্বিত হয় যাত্রা।

এবারের শ্রীলঙ্কা সফর একেবারেই ভালো কাটেনি বাংলাদেশের। তিন ওয়ানডের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরছে তামিম ইকবালের দল।