দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সুপ্রিম কোর্টে মামলা শুনানীকালে আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করা হয়েছে।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সাথে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়।
প্রধান বিচারপতির আদেশক্রমে শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ গোলাম রব্বানী স্বাক্ষরিত এসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ‘দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয় যে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানীকালে আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করা হলো। এই নির্দেশনা ২১ এপ্রিল হতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।’
এর আগে দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিগণের আলোচনাক্রমে নিম্ন আদালত ও ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীদের ড্রেসকোড বিষয়ে সিদ্ধান্ত হয় যে, তীব্র তাবদাহের কারণে বিচারক এবং আইনজীবীরা ক্ষেত্রমতে সাদা শার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এ ক্ষেত্রে কালো কোট ও গাউন পরিধান করতে হবে না।








