চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তানবীরের ক্যারিয়ার সেরায় শেখ জামালের টানা চার

ক্যারিয়ারের ৫১তম লিস্ট ‘এ’ ম্যাচে প্রথমবার পাঁচ উইকেটের দেখা পেয়েছেন তানবীর হায়দার। এই লেগস্পিনারের ঘূর্ণিতে ঢাকা প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বুধবার ব্রাদার্স ইউনিয়নকে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। উঠে এসেছে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে।

আগের ম্যাচে পাঁচ উইকেট নিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে দারুণ এক জয় এনে দিয়েছিলেন অধিনায়ক আব্দুর রাজ্জাক। হ্যাটট্রিক জয়ে ব্যাটে-বলে কিছুটা ভূমিকা ছিল তানবীরের। এবার ৪১ রানে ৫ উইকেট নিয়ে হলেন জয়ের নায়কই। যদিও ম্যাচ সেরার পুরস্কার পাননি তিনি।

খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামালের ভারতীয় রিক্রুট প্রশান্ত চোপড়া সেঞ্চুরি (১০৬) করে দলকে ৩০৯ রানের বড় সংগ্রহ এনে দিয়ে ম্যাচ সেরা হয়েছেন। ফজলে মাহমুদের ৭৮ ও আব্দুল্লাহ আল মামুনের ৫৯ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৯ রান তোলে টস জিতে ব্যাটিংয়ে নামা শেখ জামাল।

দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাদ্দাম, নিহাদুজ্জামান ও কাজী কামরুল ইসলাম।

বড় লক্ষ্য ব্যাটিংয়ে নেমে ৪৩.৫ ওভারে ২১৭ রানেই গুটিয়ে যায় ব্রাদার্স। ফরহাদ হোসেনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭০ রান।

তানবীর হায়দারের পাঁচ উইকেটের দিনে উইকেটশুন্য থাকেন আব্দুর রাজ্জাক। দুটি উইকেট নেন সোহাগ গাজী। একটি করে উইকেট শাহাদাত হোসেন রাজীব, ইলিয়াস সানি ও ফজলে মাহমুদের।