চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তাইওয়ানে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বহু হতাহত

তাইওয়ানে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৮ জন নিহত এবং ১৪৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় বগির নিচে আরও বহু মানুষ চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তর-পূর্ব তাইওয়ানের ইয়ালিন কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রীবাহী ট্রেনটি ৩৬৬ জন যাত্রী নিয়ে রাজধানী তাইপে থেকে পূর্ব উপকূলীয় তাইতুং কাউন্টিতে যাচ্ছিল। দ্রুতগতির ট্রেনটি ছিলো ‘পুয়ুমা এক্সপ্রেস ৬৪৩২’।

তাইপে থেকে ৭০ কিলোমিটার দূরে সুয়াও শহরে সিনমা স্টেশনের কাছে এটি লাইনচ্যুত হয়। ট্রেনটির ৮টি বগি লাইনচ্যুত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

দেশটির রেলওয়ে প্রশাসনের উপ-প্রধান বলেন, ট্রেনটি মাত্র ৬ বছর আগের। ট্রেনটির অবস্থা খুব ভালো ছিলো। কিন্তু ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ বিকট শব্দের পর স্ফূলিঙ্গ আর ধোঁয়া দেখেতে পান তারা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারকাজে সহায়তা করতে ১২০ জন সেনা সদস্যকে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।