চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তরুণ উদ্যোক্তাদের পণ্য ও সেবা নিয়ে রাজধানীতে ‘উদ্যোক্তা হাট’

তরুণ উদ্যোক্তাদের পণ্য ও সেবা সরাসরি ক্রেতাদের কাছে তুলে ধরতে রাজধানীতে শুরু হলো ৩ দিনব্যাপী উদ্যোক্তা হাট। ধানমন্ডি ২৭ নম্বর সড়কের ডাব্লিউভিএ অডিটোরিয়ামে এ হাটের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

বিডিওএসএন-এর উদ্যোগে পরিচালিত ফেসবুকভিত্তিক ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপ এ হাটের আয়োজন করেছে। হাট চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

অনলাইন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের গ্রাহকদের সামনে পরিচয় করিয়ে দিতে পঞ্চমবারের মতো বসেছে এ হাট। এবারের হাটে ৫০ উদ্যোক্তা প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা নিয়ে অংশ নিচ্ছে।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর সাধারণ সম্পাদক মুনির হাসানের সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে অাইপে সিস্টেম লি. সিইও জাকারিয়া স্বপন, উদ্যোক্তা হাটের আহ্বায়ক এম এম মোস্তাফিজুর রহমান বায়েজিদ বক্তব্য রাখেন।

প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। হাটে বিনামূল্যে প্রবেশ করা যাবে। হাটে ১০০ টাকার বেশি কেনাকাটা করা ক্রেতাদের জন্য প্রতিদিন থাকছে র‌্যাফেল ড্র’য়ের ব্যবস্থা।