চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঢাকা-ময়মনসিংহ সড়কের গাজীপুর অংশ ধূলায় আচ্ছাদিত

ড্রেন নির্মাণ কাজ শুরু হওয়ায় ব্যস্ত সড়ক ঢাকা-ময়মনসিংহের গাজীপুর অংশ এখন ধূলায় আচ্ছাদিত। প্রকল্পে যানজট ও দূষণ নিয়ন্ত্রণ করে নির্মাণ কাজ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা মানছে না। দ্রুত এ ভোগান্তি দূর করার দাবি জানিয়েছেন স্থানীয় জনতা ও সড়কে চলাচলকারী সাধারণ মানুষ।

গাজীপুরের জলাবদ্ধতা দূরীকরণে ঢাকার এয়ারপোর্ট পর্যন্ত সড়কের পাশে পাকা ড্রেন নির্মাণ কাজ চলছে। আগের প্রবাহ চালু রাখতে বিকল্প ড্রেন তৈরি করা হয়েছে। খোলা ড্রেনের শিল্প বর্জ্য দুর্গন্ধ ছড়াচ্ছে। নির্মাণ কাজের মাটি-বালু রাস্তায় পড়ে মারাত্মক রূপ নিয়েছে বায়ু দূষণ। বেড়েছে যানজট। উন্নয়ন কাজ সমর্থন করলেও চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সড়কে চলাচলকারীরা।

সড়ক ও জনপথ বিভাগের এ কাজ বাস্তবায়ন করছে চায়নার গেঝুবা গ্রুপ ও বাংলাদেশের আল-আমিন কনস্ট্রাকশন। প্রকল্পে যানজট ও দূষণ নিয়ন্ত্রণ করে নির্মাণ কাজ করার কথা থাকলেও তা মানা হচ্ছে না।

যানজট ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়া হচ্ছে কি-না তা মনিটরিং করতে সড়ক বিভাগের প্রতি অনুরোধ জানিয়েছেন ভূক্তভোগীরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: