চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঢাকা দক্ষিণ সিটির ১৪ নম্বর ওয়ার্ডে নাগরিক সুবিধার করুণ দশা

খানাখন্দে ভরা সংকীর্ণ রাস্তায় একটু বৃষ্টিতেই জমে যাচ্ছে হাঁটু পানি। এলাকায় শিশুদের জন্য নেই কোনো খেলার মাঠ বা পার্ক।

ট্যানারীর মোড়, সোনাতনগড়, বউবাজার, বেরিবাঁধ, মনোশ্বররোড, গজমহলের একাংশসহ বিশাল এলাকা জুড়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড। ট্যানারীর দুর্গন্ধ, ময়লার স্তুপ, মাদক, মশা মাছির উৎপাত, খাবার পানিতে দুর্গন্ধসহ নানা অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের বাসিন্দাদের।

ট্যানারীর মোড় হয়ে সোনাতন গড় ও বউবাজার পর্যন্ত পুরো রাস্তাটাই খানা খন্দে ভরা। ড্রেনগুলো খোলা থাকায় একটু বৃষ্টিতেই রাস্তায় জমে যাচ্ছে ময়লা পানি। সংকীর্ণ রাস্তায় যানজট লেগেই থাকে।

খেলার মাঠ না থাকায় ময়লার স্তুপের মাঝেই আনন্দ খুঁজে বেড়াচ্ছে শিশুরা। এছাড়া বেড়িবাঁধ এলাকায় মাদকের দৌরাত্ম্যের অভিযোগ এলাকাবাসীর। খালপাড়ের পরিচ্ছন্নতা নিয়েও অভিযোগ অনেক। শিগগিরই রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে: