চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঢাকা থেকে নর্থ কোরিয়ার কূটনীতিককে বহিষ্কার

নর্থ কোরিয়ার এক কূটনীতিককে সোমবারের মধ্যে ঢাকা ছাড়ার নির্দেশ দিয়েছে
সরকার। কূটনৈতিক সুবিধার অপব্যবহারের মাধ্যমে ওই দূতাবাসের প্রথম সচিব হ্যান সন ইক
অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রোববার রাতে জানান, গত মাসে শুল্ক কর্মকর্তারা কমলাপুরের অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে (আইসিডি) তল্লাশি চালিয়ে উত্তর কোরিয়া দূতাবাসের ওই প্রথম সচিব হ্যান সন ইকের নামে আনা সাড়ে তিন কোটি টাকা মূল্যের সিগারেট ও বৈদ্যুতিক সরঞ্জাম আটক করেন।

যথাযথ প্রক্রিয়া লঙ্ঘন করে ওই পণ্য আনার অভিযোগে উত্তর কোরিয়ার ওই কূটনীতিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহীদুল হককে প্রস্তাব দেয় জাতীয় রাজস্ব বোর্ড।

গত মার্চে উত্তর কোরিয়ার আরেক কূটনীতিক সন ইয়ং ন্যামকে বহিষ্কার করে ঢাকা। ওই কূটনীতিক ১৪ লাখ ডলার মূল্যের স্বর্ণ পাচারের সময় আটক হন।