চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঢাকা টেস্টে বাংলাদেশকে ১৫০ রানে আটকানোর পরিকল্পনা শ্রীলঙ্কার

ড্রয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে চট্টগ্রাম টেস্ট। পঞ্চম দিনের খেলা ১৮ ওভার বাকি থাকতেই ম্যাচের ইতি টানেন আম্পায়ার। ঢাকা টেস্ট শুরু হতে এখনও বাকি তিন দিন। তবে পরের ম্যাচের পরিকল্পনা আগেভাগেই সেরে ফেলেছে সফরকারী শ্রীলঙ্কা।

চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন ধনাঞ্জয়া ডি সিলভা। মিরপুরের স্লো উইকেটকে ঘিরে দলের পরিকল্পনার কথা জানিয়েছেন ডানহাতি অলরাউন্ডার।

‘সেখানে এক পেসার ও তিন স্পিনার নিয়ে খেলব। উইকেট স্পিনারদের জন‍্য সহায়ক হবে। যদি আমরা আগে ব‍্যাট করি, চেষ্টা করব ২৭৫ থেকে ৩০০ রান করার। বাংলাদেশকে প্রথম ইনিংসে দেড়শ রানের নিচে রাখার চেষ্টা করব। এটা আমাদের জয়ের সুযোগ তৈরি করে দেবে।’

প্রথম টেস্ট ড্র হওয়াতে সফরকারীরা খুশি, সংবাদ সম্মেলনে এমনটাও জানিয়েছেন ধনাঞ্জয়া। সাগরিকার টেস্টে বাংলাদেশের পেসারদের চেয়ে তাদের পেসাররা ভালো করেছে বলে এসময় মন্তব্য করেন তিনি।

‘ড্র হওয়াতে আমরা খুশি। এই টেস্ট ড্র-ই হওয়ার কথা ছিল। আমাদের পেসাররা ওদের চেয়ে বেশ ভালো খেলেছে। ব্যাপারটা বেশ ইতিবাচক।’