চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীরগতি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে রোববার ভোর রাত থেকে যানবাহনের তীব্র চাপ তৈরি হয়েছে। এতে করে বঙ্গবন্ধু সেতু থেকে পৌলি পর্যন্ত সড়কে যান চলছে থেমে থেমে। এ কারণে কিছুটা যানজট তৈরি হচ্ছে।

ভাড়া নিয়ে চলছে নৈরাজ্য। বাড়ি ফিরতে মানুষকে কয়েকগুণ বেশি ভাড়া দিতে হচ্ছে। পাশাপাশি গণপরিবহণ সংকটে বিপাকে পড়েছেন ঘরমুখো মানুষ। পরিজনের সাথে ঈদ উদযাপন করতে জীবনের ঝুঁকি নিয়ে তারা ছুটছেন খোলা ট্রাক, পণ্যবাহী ট্রাকের ছাদ ও ছোটছোট মালবাহী পিকআপে।

মহাসড়কে ট্রাক ও পণ্যবাহী ট্রাক চলাচলে সাময়িক বন্ধের কথা জানানো হলেও মহাসড়কে ট্রাক এবং পণ্যবাহী পরিবহনের সংখ্যা আগের মতোই। অধিক সংখ্যায় আছে ব্যক্তিগত গাড়ি ও বিপুল সংখ্যক মোটরসাইকেল।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতোয়ার রহমান বলেন, ঈদকে কেন্দ্র করে গার্মেন্টস ছুটি হওয়ায় মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ আরো বেড়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও অল্প সময়ের জটলা তৈরি হলেও যানজটে নিরসনে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরলস তৎপরতায় যানজটে রূপ নিতে পারেনি। তাই মহাসড়কে কোন প্রকার যানজটও নেই।