চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চালচলে ধীরগতি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের বিভিন্ন পয়েন্টে যানবাহনের ব্যাপক চাপের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোররাত থেকেই মহাসড়কে এই চাপের সৃষ্টি হয়েছে। এতে ঘরমুখো মানুষদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরেজমিনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা যায়, মির্জাপুরের গোড়াই, ধেরুয়া রেলক্রসিং, দেলদুয়ারের নাটিয়াপাড়া, পাকুল্যা, টাঙ্গাইলের বাসাইলে যানবাহনের তীব্রচাপ রয়েছে। এইসব পয়েন্টে ঢাকামুখী যানবাহন কিছুটা বন্ধ থাকলেও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক অবস্থায়।

এরআগে গত রাত সাড়ে ৩ টার দিকে মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় কয়েকটি ট্রাক রাস্তার পাশে এলোপাথারিভাবে রাখায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে আইনশৃক্ষলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সকাল ৬ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলেও এরপর থেকেই মহাসড়কের  চাপের সৃষ্টি হয়েছে শুরু হয়েছে আগের মতো।