চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঢাকায় পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, গণপরিবহন সঙ্কট

ঢাকায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও তৈরি হয়েছে গণপরিবহন সঙ্কট। আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে পরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে নিরাপত্তার দাবিতে ঢাকার যাত্রাবাড়ি ও মিরপুরে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ করছে পরিবহন শ্রমিকরা।

এছাড়া যানবাহনে নিরাপত্তার দাবিতে মাতুয়াইলে সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। শুক্রবার সকাল থেকেই বিক্ষোভ শুরু করে তারা।

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ শুরু করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

টানা ৫ দিন তারা ঢাকার বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে গাড়ির ও চালকের লাইসেন্স চেক করে।  এসময় ফিটনেস ও লাইসেন্স না থাকায় কিছু গাড়িতে ভাঙচুরও চালানো হয়।

তারই প্রতিবাদে পরিবহন শ্রমিকদের এই বিক্ষোভ।