চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ঢাকার বিদ্যুৎ লাইন পর্যায়ক্রমে মাটির নিচে যাবে: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন: ঢাকার সকল বিদ্যুতের লাইন পর্যায়ক্রমে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। আগামী বছর ধানমন্ডি এলাকার লাইন আন্ডারগ্রাউন্ডে নেয়ার কাজ শুরু হবে।

সোমবার প্রতিমন্ত্রী এ কথা জানান।

নসরুল হামিদ বলেন: কোন বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেয়া হবে না।

তিনি বলেন: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাভার আমিন বাজারে ৩৬ মেগাওয়াটের বর্জ্য বিদ্যুৎ প্ল্যান্ট হচ্ছে। ওই প্ল্যান্ট থেকে ২ বছরের মধ্যে উৎপাদন শুরু হবে। নারায়ণগঞ্জে একই ধরনের ৬ মেগাওয়াট প্ল্যান্ট বসবে।

প্রতিমন্ত্রী বলেন: আগামী নির্বাচনের আগে এক কোটি বিদ্যুৎ প্রিপেইড মিটার চালু করা হবে। এলপিজির দামও নির্ধারণ করে দিবে এনার্জী রেগুলেটরী কমিটি।