চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ঢাকার বনশ্রীতে অ্যাকোয়াপনিক্স ছাদকৃষি

ঢাকার বনশ্রীতে সাততলা ভবনের ছাদে সমন্বিত ছাদকৃষির আয়োজন করেছেন শাহ আলম চৌধুরী। সেখানে ফল ফসলের প্রাচুর্যের সঙ্গে মাছ চাষ চলছে স্বয়ংক্রিয় অ্যাকোয়াপনিক্স ব্যবস্থায়।

এ যেন স্বয়ংক্রিয় সবুজের কারখানা। মাত্র ১ হাজার ৭’শ বর্গফুটের ছাদ। কিন্তু এই পরিসরকেই সৃজনশীল পরিকল্পনায় সাজিয়েছেন শাহ আলম চৌধুরী। অ্যাকোয়াপনিক্স ব্যবস্থার কারণে দৃষ্টিনন্দন এই ছাদকৃষির উৎপাদনও বেশ ভালো।

একপাশে ফল, অন্যপাশে সবজিসহ নানান আয়োজন। সঙ্গে জমে উঠেছে মাছ চাষের আয়োজনও। কৃষির এই আয়োজনে পরিবারের সদস্যদেরকেও অনুপ্রাণিত করেছেন শাহ আলম চৌধুরী।

আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাদকৃষি আয়োজনকে দ্রুত লাভজনক করে তুলতে পারে, বলছেন এই উদ্যোক্তা।