চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘ঢাকাই ছবিতে জাফর ইকবালের মতো সম্পূর্ণ নায়ক আর আসেনি’

প্রয়াত চিত্রনায়ক জাফর ইকবালের জন্মদিন বুধবার (২৫ সেপ্টেম্বর)। ১৯৫০ সালের এই দিনে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। নায়ক হিসেবে তিনি যেমন সাফল্য পেয়েছিলেন, একাধারে গায়ক হিসেবেও খ্যাতি ছিল জাফর ইকবালের।

এই দুই পরিচয় ছাপিয়ে তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। সত্তর কিংবা আশির দশকে দাপিয়ে কাজ করা এই চিরসবুজ নায়ক তৎকালীন অনেকে নায়িকার মনেও ঠাঁই পেয়েছিলেন। তাদেরই একজন হলেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা।

চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে ববিতা বলেছিলেন জাফর ইকবাকলে নিয়ে। চির সবুজ এই নায়কের জন্মদিন উপলক্ষ্যে ববিতার কথাগুলো পুনরায় প্রকাশিত হলো:

আমি বিভিন্ন দেশের অনেক বড় বড় অভিনেতার সঙ্গে কাজ করেছি। সবার সঙ্গে কাজ করেই ভালো লেগেছে। কেউ কেউ আমাকে গর্বিতও করেছেন। আমাদের নায়করাজ রাজ্জাক ভাই, ফারুক, সোহেল রানাসহ আরো অনেকের অভিনয় ও ব্যক্তিত্ব আমাকে আজো মুগ্ধ করে রেখেছে।

ভারতের সৌমিত্র দা’র মতো নায়কের সঙ্গেও আমি কাজ করেছি। তাকে নিয়ে বলার নতুন কিছু নেই। তবে নির্দিষ্ট করে বলতে গেলে আমার স্বপ্নের বা পছন্দের নায়ক ছিলো জাফর ইকবাল। কারণ তার কিছু জিনিস আমাকে একটু বেশিই মুগ্ধ করতো। সে যেমনি সুদর্শন ছিলো, তেমনি ছিল তার অভিনয়ের সাবলীলতা, কণ্ঠ, ব্যক্তিত্ব, ফ্যাশন সচেতনতা, রুচিবোধ।

জাফর ইকবাল খুব ভালো ইংলিশ গান গাইতে পারতো। গিটার বাজিয়ে ওর মুখে ইংলিশ গান শোনাটা আমাদের সময়কার যে কোনো মেয়ের জন্য স্বপ্নের একটি মুহূর্ত। আমি বলবো ওর মতো সম্পূর্ণ কোনো নায়ক আমাদের ইন্ডাস্ট্রিতে আসেনি। সব্যসাচি ছিলো ও। জাফর ইকবালের অকাল প্রয়াণ আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক কিছু থেকেই বঞ্চিত করেছে।