চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ড্রোনের মাধ্যমে মিলবে ডায়নোসরের খোঁজ

আদি পৃথিবীর বিশালাকার ডায়নোসরগুলো বিলীন হলেও রয়ে গেছে চিহ্ন। দানবাকার সরীসৃপের রেখে যাওয়া পায়ের ছাপ, জীবাশ্ম ছড়িয়ে আছে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ এলাকায়। প্রাগৈতিহাসিক যুগের এসব চিহ্ন খুঁজে বের করার প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন এসেছে। এখন আর মাথা নিচু করে মাটির দিকে গভীর দৃষ্টিতে দেখতে হচ্ছে না বিশেষজ্ঞদের।

দুর্গম এলাকায় ডায়নোসরের পায়ের ছাপ, সম্ভাব্য বিচরণ ভূমি এবং ফসিল খুঁজতে আকাশে উড়ছে বিশেষ ড্রোন। যাতে যুক্ত আছে স্থান চিহ্নিত করার বিশেষ লেজার রশ্মি। ড্রোনে ধারণ করা চিত্র থেকে বিজ্ঞানীরা তৈরি করছেন ডায়নোসর চলাচল ও আবাসস্থলের ত্রিমাত্রিক নমুনা।

বিজ্ঞানীরা আশা করেন ড্রোনে ধারণ করা চিত্রে পাওয়া ডায়নোসরের চলাচলের চিহ্ন থেকে প্রাণীটি সম্পর্কেও ধারণা পাওয়া সহজ হবে। ডায়নোসরের আকার, তাদের গতি এবং তারা দল বেঁধে চলতো নাকি একাকী, এসব তথ্য মিলবে সহজে।