চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘ড্রাইভারের আবার ফাঁসি হয় কেমনে’

নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের পরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রস্তাবিত আইন প্রত্যাখ্যান করে সড়ক অবরোধ করেছে বাস ও ট্রাক ড্রাইভার ইউনিয়ন।

সোমবার দুপুরের দিকে তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ করে তারা।

এসময় একজন বলেন, সিস্টেম চেঞ্জ না করে আইন করে কেমনে। ড্রাইভার যদি পাঁচ লাখ টাকা জরিমানাই দিতে পারে তাহলে তো সে গাড়ি চালাত না। ড্রাইভারের আবার ফাঁসি হয় কেমনে?

গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাসের জন্য অপেক্ষার সময় জাবালে নূর পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া ও রাজীব।

ওই সময় কুর্মিটোলা ফ্লাইওভারের কাছে শিক্ষার্থীরা বাসের জন্য ফুটপাতে দাঁড়িয়ে ছিলো। দুটি বাসের রেষারেষিতে একটি বাস শিক্ষার্থীদের উপর উঠে যায়। ঘটনাস্থলেই তারা নিহত হয়।

এঘটনার পর ফুঁসে ওঠে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ধীরে ধীরে রাজপথে নামতে থাকে তারা।

আন্দোলনের মধ্যেই ৬ আগস্ট পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন পায় ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর খসড়া প্রস্তাবনা।