চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ডোপ টেস্টে পজেটিভ, সাময়িক নিষিদ্ধ আফগান শেহজাদ

ডোপ টেস্টে পজেটিভ হয়েছেন আফগান উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। তার রক্তে নিষিদ্ধ উপাদান ক্লেনবুটেরলের নমুনা পাওয়া গেছে বলে জানিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি।

চলতি বছরের ১৭ জানুয়ারি দুবাইয়ের আইসিসি একাডেমিতে শেহজাদের রক্তের নমুনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় দেখা যায় নিষিদ্ধ ক্লেনবুটেরলের উপাদান রয়েছে এই আফগান ক্রিকেটারের রক্তে। ফলাফল পজেটিভ হওয়ায় আগামী ২৬ এপ্রিল থেকে তাকে সাময়িক নিষিদ্ধ করেছে আইসিসি।

তবে সাময়িক নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করতে পারবেন শেহজাদ। নোটিশ পাওয়ার বারোদিনের মধ্যেই তাকে এই চ্যালেঞ্জ করতে হবে। যদি এ সময়ের মধ্যে রায় নিজের পক্ষে না নিতে পারেন, শেহজাদের জন্য তখন আরও বড় বিপদ অপেক্ষা করছে।

আফগানিস্তানের হয়ে সমান ৫৮ টি করে ওয়ানডে এবং টি-টুয়েন্টি খেলেছেন দেশটির তারকা ব্যাটসম্যান শেহজাদ। মার-মার কাট-কাট ব্যাটিংয়ের জন্য বিশেষ সুখ্যাতি আছে তার। বিশেষ করে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৩২.৩৪ গড়ে ১৭৭৯ রান তাকে স্থান দিয়েছে চতুর্থ সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায়। হয়েছিলেন ২০১৬ সালের আইসিসির সহযোগী দেশগুলোর সেরা খেলোয়াড়ও।