চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ডোপ কেলেঙ্কারিতে নিষিদ্ধ আফগান শেহজাদ

ডোপ টেস্টে পজেটিভ হয়ে আগে থেকেই সাময়িক নিষিদ্ধ ছিলেন। এবার মোহাম্মদ শেহজাদকে এক বছরের জন্য নিষিদ্ধই করল আইসিসি। অ্যান্টি-ডোপিং কোড অমান্য করায় আফগানিস্তানের তারকা ব্যাটসম্যানকে নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

চলতি বছরের ১৭ জানুয়ারি দুবাইয়ের আইসিসি একাডেমিতে শেহজাদের রক্তের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় আফগান ক্রিকেটারের রক্তে নিষিদ্ধ ক্লেনবুটেরলের উপাদান ধরা পড়ে। ফলাফল পজেটিভ হওয়ায় ২৬ এপ্রিল থেকে তাকে সাময়িক নিষিদ্ধ করে রাখে আইসিসি।

বৃহস্পতিবার আইসিসির এক আনুষ্ঠানিক বিবৃতিতে শেহজাদের নিষিদ্ধ হওয়ার বিষয়টি জানানো হয়। বলা হয়েছে, এক বছরের জন্য নিষিদ্ধ হচ্ছেন শেহজাদ।

তবে খুব বেশি দিন ক্রিকেট থেকে বাইরে থাকতে হবে না আফগান উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে। যেহেতু চলতি বছরের ১৭ জানুয়ারি থেকে তাকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, তাই এক বছর হিসেবে আগামী বছরের ১৭ জানুয়ারি পর্যন্তই কেবল ক্রিকেট থেকে দূরে থাকতে হবে শেহজাদকে।