চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ডেঙ্গুতে ময়মনসিংহ ও খুলনায় ২ জনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ ও খুলনায় ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর চারটায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ত্রিশালের দরিরামপুরের হাফিজুল ইসলাম (৩৫)। সে ঢাকায় তৈরি পোশাক কারখানায় কাজ করতো।

পরিবারিক সূত্রে জানা গেছে: হাফিজুল ঈদের আগে ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। মঙ্গলবার পুনরায় জ্বর হলে তাকে ময়মনসিংহ মেডিক্যালে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত সেবার জন্য ঢাকায় নিতে বলেন। ঢাকায় নেয়ার পথে ময়মনসিংহের ভালুকায় রাত পৌনে চারটার দিকে মৃত্যু হয় তার।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার জানান: এ পর্যন্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ হাজার ১৯৬ জন রোগী চিকিৎসা নিয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৮৪ জন। ডেঙ্গু জ্বরে এ পর্যন্ত মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার সকালে ডেঙ্গু জ্বরে এক নারীর মৃত্যু হয়েছে।

বেসরকারি হিসাবে এ পর্যন্ত ১২৪ জনের মৃত্যু হয়েছে, সরকারি হিসাবে মৃত্যু হয়েছে ৫২ জনের। মঙ্গলবার দুপুর পর্যন্ত জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৯৯ জন।