চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ডিজিটাল পরিচয়পত্রে ২২ ধরণের সেবা

তথ্য প্রযুক্তিই হতে পারে দুর্নীতি কমানোর অন্যতম হাতিয়ার। ডিজিটাল পরিচয়পত্র নিয়ে দুদিনের কর্মশালা উদ্বোধন করে এ কথা বলেছেন অর্থমন্ত্রী।

মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্মার্ট কার্ড এসোসিয়েশনের উদ্যোগে এই আয়োজন করা হয়।

কর্মশালায় এই অঞ্চলের উন্নত দেশগুলোতে স্মার্ট কার্ড প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। উদ্বোধনী পর্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, স্মার্ট পরিয়পত্র দিয়ে ২২ ধরনের নাগরিক সেবা পাওয়া যাবে।