চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ডিআইজি মিজান আদালতে

দুর্নীতি মামলায় বরখাস্ত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে শাহবাগ থানা থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নেয়া হয়েছে।

সোমবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে আগাম জামিনের জন্য ডিআইজি মিজান আদালতে গেলে তাকে জামিন না দিয়ে তাকে পুলিশে দেন হাইকোর্ট। ডিআইজি মিজান পুলিশের ভাবমূর্তি সম্পূর্ণ নষ্ট করেছেন বলে সে সময় আদালত মন্তব্য করেন।

গত ২৪ জুন তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া ডিআইজি মিজানুর রহমানের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছিলো দুদক। কিন্তু, সেই তদন্ত করতে গিয়ে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেন মিজানুর রহমান।