চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ডায়িং কারখানায় বয়লারের গরম পানিতে ৪ শ্রমিক দগ্ধ

আশুলিয়ায় একটি ডায়িং কারখানায় কাজ করার সময় বয়লারের গরম পানিতে ৪ শ্রমিক দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে আশুলিয়ার কুটুরিয়া এলাকার এসডিএস ইয়ার্ন ডায়িং কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন- রাশেদুল, হাসান, স্বন্দীপ ও আনোয়ার।

দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে দুই জনের ৬০ শতাংশ এবং বাকি দুই জনের যথাক্রমে ১০ ও ১৫ শতাংশ করে দগ্ধ হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকেরা।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাহিয়ান বিনতে মজিব জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে আশুলিয়ার কুটুরিয়া এলাকা থেকে দগ্ধ অবস্থায় ৪ জন শ্রমিককে হাসপাতালে নিয়ে আসে কয়েকজন। পরে তাদের দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন থিয়েটার থেকে  ৬০ শতাংশ করে পুড়ে যাওয়া রাশেদুল ও হাসানকে আইসিওতে প্রেরণ করা হয়। অন্য দুজনকে সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়।

দগ্ধ শ্রমিকদের স্বজন ও সহকর্মীরা জানান, কারখানার ভিতরে কাজ করার সময় বয়লারের গরম পানি তাদের শরীরে পড়লে তারা ৪ জন দগ্ধ হন।