চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে সালাহ উদ্দিন

বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন শিলংয়ের নেগরিমস হাসপাতালের ডাক্তাররা।

উচ্চ রক্তচাপ এবং কিডনির সমস্যা নিয়ে সালাহ উদ্দিন সেখানে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের ডাক্তাররা তাকে সুস্থ ঘোষণা না করা পর্যন্ত কোনো আইনি প্রক্রিয়া শুরু হবে না বলে জানিয়েছে শিলং পুলিশ।

গতকাল বুধবার তাকে উন্নত চিকিৎসার জন্য শিলংয়ের সিভিল হাসপাতাল থেকে নিয়ে নেগরিমস হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়ার সময় নিজের অসুস্থতার কথা বলে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সালাহউদ্দিন আহমেদ। তাকে সহায়তার জন্য ভারতের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

শিলং সিভিল হাসপাতালে বুধবার সকালে সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন স্ত্রী হাসিনা আহমেদ ও বিএনপি নেতা আব্দুল লতিফ জনি। প্রায় ৩০ মিনিট কথা বলেন তারা।

১১ মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ‘নিখোঁজ’ হন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। ৬২ দিন পর গত সপ্তাহে তাকে ‘উদভ্রান্ত’ অবস্থায় শিলং গলফ ক্লাবের কাছে পাওয়া যায়। সালাহ উদ্দিন অাহমেদ জানিয়েছেন, চোখ বেঁধে ১২ থেকে ১৪ ঘণ্টা গাড়িতে ভ্রমণ করার পর তাকে ফেলে রেখে যাওয়া হয়।