চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ডাকসু নির্বাচন: বামজোট ও স্বতন্ত্র জোটের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ‘প্রহশন’ উল্লেখ করে নির্বাচন বাতিল করে পুনরায় ভোটগ্রহণের দাবিতে বিক্ষোভ করেছে বামজোট ও স্বতন্ত্র জোটের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল থেকেই তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) চত্ত্বরে অবস্থান করে এ দাবি জানায়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন বামজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী, স্বাধীকার স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান, স্বতন্ত্র জিএস প্রার্থী এ আর এম আসিফুর রহমান, ছাত্র ফেডারেশনের জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজির প্রমুখ।

সেখানে অবস্থানরত বিক্ষোভকারীরা জানান, এই প্রহশনের নির্বাচন আমরা মানি না। এইটা সিন্ডিকেটের নির্বাচন। আমরা চাই এই নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করা হোক। এছাড়াও উপাচার্যের উপস্থিতিতে এই ধরণের নির্বাচন কেন হলো তার জবাব দিয়ে তাকে ক্ষমা চাইতে হবে।

অবস্থানকালে তারা ‘প্রহশনের নির্বাচন মানি না মানবো না’ ‘ নীল নকশার নির্বাচন, মানি না মানবো না, ‘জালিয়াতের নির্বাচন, মানি না মানবো না,’ ‘ভোট চুরির নির্বাচন, মানি না মানবো না’, ‘দালালদের নির্বাচন, মানিনা মানবো না’, ‘এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়’ ইত্যাদি বলে স্লোগান দেয়।