চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ডলার সঙ্কটে টেলিটকের ৫-জি প্রকল্প স্থগিত

ফেরত পাঠানো হলো ঢাকায় টেলিটকের ৫-জি নেটওয়ার্ক চালুর প্রকল্প। ডলারের সঙ্কট এবং কৃচ্ছতা সাধন নীতিতে থাকায় এই মুহূর্তে প্রকল্পটি স্থগিত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২শ ৩৬ কোটি টাকা ব্যয় ধরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছিল প্রকল্পটি।

একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, ফাইভ জি এর বদলে পূর্ণাঙ্গ ফোর জি সেবা দেওয়ার বিষয়ে টেলিটককে মনোযোগী হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

একনেক বৈঠকে ২ হাজার ৭ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ৭টি প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে বৈঠকে যোগ দেন।