চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ডলারের দাম চড়েছে ৯৩ টাকায়

ডলারের দাম বাড়ছেই। ব্যাংকে ডলার বিক্রি হচ্ছে ৯২ টাকা করে। খোলা বাজারে আরো বেশি। ব্যাংকাররা বলছেন, প্রায় ২ বছর করোনার কারণে মূলধনি যন্ত্রপাতি আমদানি বন্ধ এবং প্রবাস আয়ে প্রবৃদ্ধি ছিল ৫৪ শতাংশ পর্যন্ত। পাশাপাশি রপ্তানিও শক্তিশালী থাকায় বিদেশি মুদ্রার রিজার্ভ বেড়েছে।

কিন্তু করোনাপরবর্তী সময়ে বিশ্ব অর্থনীতি চাঙ্গা হতে থাকা, জ্বালানি তেল ও সারের দাম বেড়ে যাওয়া এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মূল্যস্ফীতি বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, অপ্রয়োজনীয় আমদানি বন্ধের উদ্যোগ ভালো ফল দেবে।