চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞাও আটকে দিয়েছে আদালত

ছয়টি মুসলিম দেশের নাগরিকদের ভ্রমণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নতুন নিষেধাজ্ঞাও আটকে দিয়েছে মার্কিন আদালত। বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর হতে যাওয়ার কয়েক ঘন্টা আগেই হাওয়াই অঙ্গরাজ্যের এক বিচারক নিষেধাজ্ঞাটি আটকে দেন।

নিষেধাজ্ঞার পক্ষে সরকারের যুক্তি প্রশ্নবোধক উল্লেখ করে জেলা জজ ডেরিক ওয়াটসন তা আটকে দেন বলে বিবিসি জানিয়েছে।

জানুয়ারির শেষের দিকে ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন এর নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। প্রবল সমালোচনার মুখে সিয়াটলের জজ তা আটকে দেন।

পরবর্তীকে প্রেসিডেন্ট ট্রাম্প ইরাককে বাদ দিয়ে ছয়টি দেশের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন।

সরকারের পক্ষ থেকে একে সংশোধিত নিষেধাজ্ঞা বলা হলেও এই নিষেধাজ্ঞা মুসলিমদের ওপর বৈষম্যমূলক আচরন বলে বিভিন্ন মহলে সমালোচিত হয়।

পরে বুধবার সন্থানীয় সময় বুধবার রাতে ফেডারেল জজ ডেরিক ওয়াটসন এই নিষেধাজ্ঞা আটকে দেন।

তবে হোয়াইট হাউজ থেকে আদালতের সিদ্ধান্তের বিষয়ে এখন পর্যন্ত কোন বক্তব্য দেয়া হয়নি।