চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

টেলর-জার্ভিসকে ফিরিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

প্রায় তিন বছর আগে দেশের হয়ে শেষবার রঙ্গিন পোশাকে নেমেছিলেন ব্রেন্ডন টেলর। পরে অভিমান নিয়ে পাড়ি জমান ইংল্যান্ডে, খেলেছেন কাউন্টি দল নটিংহ্যামশায়ারে। মান ভেঙ্গে দেশে ফেরার পরপরই অবশ্য এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে দলে টানে জিম্বাবুয়ে। সাউথ আফ্রিকার বিপক্ষে চারদিনের টেস্টে খেলার পর এবার বাংলাদেশে বসতে যাওয়া ত্রিদেশীয় সিরিজেও ডাক পেয়েছেন টেলর।

রোববার ১৫ জনের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। মূলত অনভিজ্ঞ এক দলে অভিজ্ঞতার সমতা আনতে দলে ডাকা হয়েছে টেলরকে। তার সঙ্গী হচ্ছেন ৫ বছর পর জাতীয় দলে ফিরে চারদিনের টেস্ট খেলা কাইল জার্ভিসও।

দলে নতুন মুখ লেগস্পিন-অলরাউন্ডার ব্রেন্ডন মাভুটা ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান রায়ান মারে। ২০ বছর বয়সী মাভুটার লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিজ্ঞতা সাকুল্যে একটি ম্যাচের। সেখানে ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান মারে খেলেছেন কেবল দুটি লিস্ট ‘এ’ ম্যাচ।

আগামী ১১ জানুয়ারি বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। ১৩ জানুয়ারি বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে দলটির। ১৫ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। প্রথম দিনেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে দল
হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মায়ার, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), রায়ান মারে, টেন্ডাই চিসোরো, ব্রেন্ডন মাভুটা, ব্লেসিং মুজারাবানি, ক্রিস্টোফার এমপোফু, টেন্ডাই চাতারা, কাইল জার্ভিস।