চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

টেকসই উন্নয়ন নিশ্চতে আধুনিক নির্মাণ প্রযুক্তি মেলা

রাজধানীতে হয়ে গেল আধুনিক নির্মাণ প্রযুক্তির আন্তর্জাতিক মেলা। বিশাল এ আয়োজনে বিভিন্ন দেশের নির্মাণ প্রযুক্তি দেখানো হয় যার বেশিরভাগই বিকল্প, পরিবেশবান্ধব প্রযুক্তি। এ ধরণের মেলা করার জন্য আয়োজকরা সরকারি সহযোগিতা প্রত্যাশা করেন। এর মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চত হবে বলেও আশা করেন তারা।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার আয়োজন করে ভারত ও বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান। তিন দিনের মেলায় অংশ নেয়া ১০টি দেশের অন্তত দুইশ’ প্রতিষ্ঠান তুলে ধরে সর্বাধুনিক নির্মাণ প্রযুক্তি। তুলে ধরা হয় বিকল্প নির্মাণ কৌশল ও পণ্য। এসব প্রযুক্তি নির্মাণে সময় বাঁচায়, ভূমিকম্প সহনশীল ও পরিবেশবান্ধব। জ্বালানি সাশ্রয় করে কমিয়ে দেয় কার্বন নি:সরণ।

দেশি-বিদেশি প্রযুক্তিবিদরাও তুলে ধরেছেন পরিবেশ রক্ষার বিষয়টি।

টেকসই উন্নয়নের স্বার্থে প্রচারণা বাড়াতে দরকার নিয়মিত এ ধরণের মেলার আয়োজন। এ জন্য সরকারি সহায়তা চান আয়োজকরা। ১২ থেকে ১৪ জুলাই মেলা চলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার চারটি হল ও প্যাভিলিয়ানে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্ট