চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টি-শার্টে এয়ার কন্ডিশন!

শীত কিংবা গরমে নিজেকে উপযোগী রাখার জন্য এবার বাজারে এয়ার কন্ডিশন টি-শার্ট নিয়ে এসেছে প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান সনি।

পোশাককে এসি বা এয়ার কন্ডিশনার করতে বাজারে নতুন একটি ডিভাইস নিয়ে এসেছে ওই প্রতিষ্ঠানটি। সেই ডিভাইস টি-শার্টের মধ্যে বসিয়ে যে কেউ চাইলেই বাইরের অসহ্য গরম থেকে যেমন নিজেকে রক্ষা করতে পারবেন, ঠিক তেমনিই আবার শীতের সময়ও নিজেকে গরম রাখতে পারবেন।

আকারে একটি ওয়ালেটের সমান ওই রিওন পকেট ডিভাইসটি একটি ব্লু-টুথ নির্ভর ডিভাইস। ডিভাইসটি প্রস্তুত করা হয়েছে বিশেষ সিলিকন উপাদান দিয়ে। টি-শার্টটির পিঠের ওপর রাখা হয়েছে ডিভাইস রাখার ছোট পকেট।

রিওন পকেট ডিভাইসটি একটি অ্যাপের মাধ্যমে চলবে। গরমের দিনে শরীরের তাপমাত্রা প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে পারবে ওই ডিভাইস। অন্যদিকে শীতের দিনেও ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াতে পারবে রিওন পকেট।

সাধারণত শীত ও গরমে কাজের জন্য যারা নিজেদেরকে উপযোগী রাখতে চান তাদেরকে লক্ষ্য করেই ডিভাইসটি প্রস্তুত করা হয়েছে।

মাত্র দুই ঘণ্টা চার্জ দিয়ে ডিভাইসটি চলবে ৯০ মিনিট। তবে রিওন পকেট ডিভাইসটি এখনো বাজারে সহজলভ্য নয়, শুধু মাত্র জাপানেই ওই ডিভাইসটি পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে ডিভাইসটির মূল্য ধরা হয়েছে ১২০ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় দশ হাজার টাকা।