চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

টি-টুয়েন্টি বিশ্বকাপে মালিককে চান হরভজন

জম্মু-কাশ্মীরের পেসার উমরান মালিকের গতির প্রেমে পড়েছে ক্রিকেটপ্রেমীরা। তালিকায় ক্রিকেট বোদ্ধাদের নামও নেহাত কম নেই। ভারতের সাবেক ওয়ানডে বিশ্বকাপজয়ী হরভজন সিং একধাপ এগিয়ে— আসছে টি-টুয়েন্টি বিশ্বকাপেই নীল জার্সিতে এই গতিতারকাকে দেখতে চান তিনি।

স্টার স্পোর্টস জানায়, ২২ বর্ষী তরুণে মুগ্ধ ভাজ্জি বলেছেন, ‘মালিককে দ্রুত নীল জার্সি দেওয়া উচিত। আমার মতে, ওই সবচেয়ে যোগ্য দাবিদার— যাকে ভারতের হয়ে অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য নির্বাচত করা উচিত। অজি কন্ডিশনে মালিক দলের ম্যাচ উইনার হয়ে উঠতে পারে।’

সানরাইজার্স হায়দ্রাবাদের এই বোলারের দ্রুততম বলের গতি ঘণ্টায় ১৫২.৬ কিলোমিটার। চলতি আসরে গড়ে ঘণ্টায় ১৪৬ কিলোমিটার গতিতে বল করছেন। মালিক সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন পাঞ্জাবের বিপক্ষে জয় এনে দিয়ে। ইনিংসের শেষ ওভারে একটিও রান দেননি। পড়েছে চারটি উইকেট। তার মধ্যে উমরান ফিরিয়েছেন তিন ব্যাটারকে। ইতোমধ্যেই ছয় ম্যাচে নিজের ঝুলিতে পুরেছেন নয় উইকেট।

আইপিএলের মেগা আসরে নিজের পারফর্মে দীনেশ কার্তিক, উমেশ যাদবের মতো অভিজ্ঞরা যেমন প্রত্যাবর্তন ঘটানোর দাবি রাখছেন, তেমনি সবার নজর কেড়েছেন তরুণ উমরান মালিকও। আসন্ন বিশ্বকাপে ভাজ্জির ইচ্ছা অনুযায়ী তরুণ এই পেসারকে জাতীয় দলে টানবে কি ভারতের নির্বাচকরা, উত্তর সময়ই বলে দিবে।