চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টি-টুয়েন্টিতেও ভারতের দাপুটে শুরু

৩৯ বলে শেখর ধাওয়ানের ৭২। এরপর টি-টুয়েন্টিতে দ্বিতীয় ভারতীয় হিসেবে ভুবনেশ্বর কুমারের প্রথম পাঁচ উইকেট। ওয়ানডে সিরিজে দাপট দেখানো ভারত দুই তারকার এমন পারফর্ম্যান্সে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২৮ রানে জয় পেয়েছে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি ২১ ফেব্রুয়ারি, বুধবার।

সাউথ আফ্রিকা এদিন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ভারত ৫ উইকেটে ২০৩ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রানে থামে সাউথ আফ্রিকা।

ভারতের শুরুটা খুব একটা ভালো হয়নি। ওপেনার রোহিত শর্মা (২১) এবং সুরেশ রায়না (১৫) দ্রুত ফিরে যান। ধাওয়ান পাওয়ার প্লে’তে তাণ্ডব চালান। ভারতের টি-টুয়েন্টি ইতিহাসে এদিন পাওয়ারপ্লে’তে সর্বোচ্চ রান ওঠে, ৭৮। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৯ সালে নাগপুরে পাওয়ারপ্লে’তে ৭৭ তুলেছিল ধোনিরা।

ধাওয়ান থামেন ১৫তম ওভারে। ফেরার আগে চার হাঁকান দশটি, ছয় দুটি।

ওয়ানডেতে রানের ইতিহাস গড়া কোহলি এদিন এলবিডব্লিউ হয়ে ফেরেন। ভারতীয় অধিনায়ক ২০ বলে ২৬ করেন। ধোনি শেষ দিকে ১১ বলে দুই চারে ১৬ রান যোগ করেন।

জবাব দিতে নেমে তৃতীয় ওভারে স্মুটসকে (১৪) হারায় সাউথ আফ্রিকা। তাকে ধাওয়ানের ক্যাচ বানান ভুবনেশ্বর কুমার।

৪৮ রানে তিন উইকেট হারানো সাউথ আফ্রিকার আশা জিইয়ে রাখেন রেজা হেন্ড্রিকস। ৫০ বলে ৭০ তুলে ফেলা এই ব্যাটসম্যানকেও ফেরান ভুবনেশ্বর। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

এদিন ২৪ রান খরচ করে দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টি-টুয়েন্টিতে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ভুবনেশ্বর। টি-টুয়েন্টিতে ভারতীয়দের মধ্যে আর পাঁচ উইকেট যুবেন্দ্র চাহালের।