চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টিএসসিতে নারীদের যৌন হয়রানি মামলার পুন:তদন্ত চায় গোয়েন্দা পুলিশ

পহেলা বৈশাখে টিএসসিতে নারীদের যৌন হয়রানির ঘটনায় দায়ের করা মামলায় নতুন করে তদন্তের অনুমতি চেয়ে সিএমএম আদালতে আবেদন করেছে গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার আটক কামাল প্রাথমিকভাবে ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ।

পুলিশ জানিয়েছে তদন্তের অনুমতি পেলে কামালকে আবারো রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রথম দফা দুই দিনে রিমান্ড শেষে আটক কামালকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার আটকের পর কামালকে আট দিনের রিমান্ডে চায় পুলিশ। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

টিএসসিতে ওই ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে সনাক্ত করেছিলো পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর চকবাজারের এক বাসা থেকে কামাল নামে ওই আটজনের একজনকে ডিবি আটক করে। এরই মধ্যে সে দাঁড়ি ফেলে নিজের চেহারা পরিবর্তনেরও চেষ্টা করে বলে দাবি করেছে পুলিশ।

তার সন্ধানদাতার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলো ডিবি।

পহেলা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও সোহরাওয়ার্দী উদ্যানের গেইটে সংঘবদ্ধ একদল যুবক নারীদের যৌন হয়রানি করে।