চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

টাঙ্গাইলে পাম আবাদ-বিপাকে কৃষক

টাঙ্গাইলের বাসাইলে পাম গাছের আবাদ করে বিপাকে পড়েছেন কৃষক। মালয়েশিয়া থেকে পাম গাছের বীজ এনে অনেকেই এই গাছের আবাদ করেন। কিন্তু প্রক্রিয়াজাত করার কোনো পদ্ধতি না থাকায় তারা পাম ফল দিয়ে কিছুই করতে পারছে না। স্থানীয় কৃষি বিভাগও এ ব্যাপারে কোনো পরামর্শ দিতে পারছে না।

একজন কৃষক বলেন, এই পামওয়েল নিয়ে দ্বিধায় আছি, এটা দিয়ে আমরা কি করবো বা এটা কোথায় বিক্রি করবো আমরা বুঝতে পারছি না।