চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ।

জুনিয়র টাইগারদের সংগ্রহ ৩৭ ওভারে তিন উইকেটে ১৫৩ রান। ক্রিজে রয়েছেন শান্ত আর অধিনায়ক মিরাজ।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত হলেন ওপেনার সাইফ হাসান। রয়ের বলে বোল্ড হওয়ার আগে ৪৯ রান করেন তিনি।টাইগারদের সংগ্রহ ৩৫ ওভারে তিন উইকেটে ১৪৩ রান। তবে সাইফ হাফ সেঞ্চুরি মিস করলেও দ্বিতীয় ম্যাচেও হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়ে জুনিয়র টাইগাররা।

১৭ রানে দুই উইকেট হারানোর পর দলকে বিপদ মুক্ত সাইফ আর শান্ত।তারা ১০০ রানের জুটি গড়েন।

দুই উদ্বোধনী ব্যাটসম্যান পিনাক ঘোষ ও সাইফ হাসান ইনিংসের গোড়াপত্তন করতে নেমে শুন্য রানে গাফফারের বলে আউট হন পিনাক। সাইফকে সঙ্গ দিতে জয়রাজ শেখও ব্যার্থ হন, তাকেও ফিরিয়ে দেয় মোহাম্মদ গাফফার।

এর আগে স্কটল্যান্ড যুবা দলের অধিনায়ক নেইল ফ্লেক টসে জিতে স্বাগতিক দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।

প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়ে গ্রুপে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। আর নামিবিয়ার কাছে নিজেদের প্রথম ম্যাচে স্কটিশরা পরাজিত হয়ে চাপের মধ্যে আছে।