চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঝুঁকি নিয়ে গ্রামে ফিরছে মানুষ, মহাসড়কে যানজট

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দীর্ঘ ছুটি ঘোষণা হওয়ায় করোনা ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ঘরে ফিরছে হাজারো মানুষ। এতে করোনা সংক্রমণ দেশব্যাপী ছড়িয়ে পড়ার শঙ্কা থাকলেও অতিরিক্ত গাড়ীর চাপে দেখা দিয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট।

করোনা প্রতিরোধে সবাইকে ঘরে থাকার জন্য দীর্ঘ ছুটি ঘোষণা করে সরকার। তবে সাধারণ মানুষ নিজ নিজ ঘরে না থেকে ছুটছেন গ্রামের বাড়ির গন্তব্যে। একসাথে বিপুল সংখ্যক মানুষ গন্তব্যে ফেরায় চাপ পড়েছে মহাসড়কে। এছাড়াও গণপরিবহণ সংকট থাকায় ট্রাক, পিকআপ ও বাসের ছাদে গাদাগাদি করে যাচ্ছেন তারা।

এর ফলে অতিরিক্ত যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতুতে কয়েক দফা টোল আদায় বন্ধ ও মহাসড়কে সংস্কার কাজ চলমান থাকায় এ মহাসড়কে বিভিন্নস্থানে ২৫ কিমি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন চালক এবং যাত্রীরা।

তবে যাত্রীরা বলছেন, বাধ্য হয়েই করোনা ঝুঁকি নিয়ে গ্রামে ফিরছেন তারা।

যানচলাচল স্বাভাবিক রাখতে টাঙ্গাইল জেলা পুলিশ এবং ট্রাফিক পুলিশ কাজ করছে। অল্প সময়ের মধ্যেই যানচলাচল স্বাভাবিক হবে বলেও জানান ট্রাফিক ইন্সপেক্টর এসএম শহিদুর রহমান।

গত ২৪ ঘণ্টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে প্রায় ত্রিশ হাজার যানবাহন ও কয়েক লক্ষ মানুষ গ্রামে ফিরেছে।