চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জয়-পরাজয় নয়, ভালো খেলাটাই মূল লক্ষ্য: নাসির

ভারত সফরে জয়-পরাজয় নয়, ভালো খেলাটাই মূল লক্ষ্য-এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের সহ-অধিনায়ক নাসির হোসেন। ভারতের বিপক্ষে তিনদিনের দু’টি ম্যাচ অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতে কাজে আসবে বলেও মনে করেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে চলছে এলিট ক্রিকেটারদের এক মাসের ক্যাম্প। এর মাঝেই তিনটি ওয়ানডে এবং দু’টি তিন দিনের ম্যাচ খেলতে ১৩ সেপ্টেম্বর ভারত যাচ্ছে ‘এ’ দল। মুমিনুলের নেতৃত্বে এ স্কোয়াডে বেশির ভাগই জাতীয় দলের খেলোয়াড়। তাই চলছে বাড়তি প্রস্তুতি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ভারতের ‘এ’ দল যথেষ্ট শক্তিশালী হলেও টাইগারদের প্রতিনিধিত্ব করবেন জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড়রা।

এ প্রসঙ্গে নাসির বলেন, ভারতের এ টিমও বেশ শক্তিশালী। আশাকরছি তাদের সাথে আমাদের টাফ কম্পিটিশন হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে, ন্যাশনাল লিগের থেকে ভারত সফর অনেক বেশি কাজে দেবে।

অস্ট্রেলিয়া সিরিজের আগে ন্যাশনাল লিগের দু’টি ম্যাচের চেয়ে ভারতে হতে যাওয়া লঙ্গার ভার্সনটাই বেশি কাজে আসবে বলে জানান নাসির।

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়া সফরে আমরা লংগার ভর্সন ক্রিকেট খেলবো। যেহেতু আমরা অস্ট্রলিয়ার বিপক্ষে টেস্ট খেলবো সেহেতু এটা আমাদের ভালো কাজে দেবে।

এ বছর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ফলে এ সফর নিয়েও বেশ আশাবাদী বাংলাদেশ। ভারত সফরে নিজেদের ব্যক্তিগত প্রস্তুতির পরীক্ষার পাশাপাশি ওয়ানডেতে ভালো করাটাই লক্ষ্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দলের।