চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘জয়ে কিংবা পরাজয়েও আর্জেন্টিনা, সমর্থন বদলায় না’

পড়াশোনা সংগীত নিয়ে। কবি পরিচয়টাও অনুল্লেখ্য নয়। তবে সবচেয়ে বড় পরিচয় সংগীতশিল্পী। ক্লোজআপ ওয়ান তারকা। ব্রাক্ষণবাড়িয়ার তিতাস পাড়ের মেয়ে। যত দিন গেছে নিজেকে পরিণত করেছেন সংগীত চিন্তায়। কাছের মানুষের আদরের পুতলা এখন পুরো দেশের পুতুল। সংগীত পুতুল। ‘সন্ধ্যাবাড়ির বারান্দার’ অসাধারণ ‘মাটির পুতুল’ কিংবা  ‘পুতুল গান’ শেষে তার ধারবাহিকতা ধরে রেখে নানা অধ্যায়ের পসরা সাজানো গানের পাখি সাজিয়া সুলতানা পুতুল।

গানের সাম্প্রতিক কাজকর্ম নিয়ে কথা পরে হবে আগে ফুটবল। কারণ চলছে বিশ্বকাপ ফুটবল। চলছে উন্মাদনা। অতএব ফুটবলের প্রশ্ন উঠতে চ্যানেল আই অনলাইনকে কোন সুযোগ না দিয়ে শুরু করেন পুতুল। টেলিফোনের ওপার থেকে বলে চলেন, স্মরণ করতে পারি যখন থেকে তখন থেকে আর্জেন্টিনা করি। আর মনোযোগে দিয়ে বিশ্বকাপ দেখি ১৯৯৮ সাল থেকে। এরপর থেকে কোনবার মিস হয়না। আমি জয়েও আর্জেন্টিনা, পরাজয়েও আর্জেন্টিনা। সমর্থন বদলায় না। আশা রাখছি সমস্ত হিসাব পূর্ণ করে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা যাবে। যদিও সমীকরণ জটিল। তারপরও আশা রাখছি।

বাংলাদেশের ফুটবলের খোঁজ খবর রাখা হয়? বিশেষ করে মেয়েদের ফুটবল? প্রশ্নে সহজ স্বীকারোক্তিতে পুতুল বলেন, ‘সত্যি বলতে আমাদের ফুটবলের খোঁজখবর তেমন রাখা হয়না। তবে প্রতিবার বিশ্বকাপ আসার পর উন্মাদনা দেখে মনে আক্ষেপ হয় এই উন্মাদনা আমাদের ফুটবলের উন্নয়নে পাথেয় হিসেবে ব্যহৃত হয়না কেন? আর হ্যাঁ, মেয়েদের ফুটবলের খোঁজ কিছুটা জানি। বিশেষ করে কলসিন্দুরের নামটা জানি।’

গত বছরের শেষ ভাগে এসেছিল ‘পুতল গান তৃতীয় অধ্যায়’ এর প্রথম গান মীরা। ১৬ মিনিটের নিরীক্ষাধর্মী গানটি নিজের ইউটিউবে আপলোড করেছিলেন। শ্রোতাদের প্রশংসাও মিলছে। এখন করছেন দ্বিতীয় গান ‘সময়ের কাছে মিনতি’র কাজ প্রায় শেষ পর্যায়ে। এটিও নিরীক্ষাধর্মী গান হচ্ছে বলে জানান পুতুল। গানের দৈর্ঘ্যও বড় হবে। যেখানে মানুষের জন্ম-মৃত্যু ও কাজের জীবনচক্র কবিতা-গানে ফুঁটে উঠবে। যা বরাবরের মত তার নিজের লেখা এবং সুরে করা।

২০০৬ এর ক্লোজআপ তারকা পুতুল বলেন, ঈদে আনতে চেয়েছিলাম একক গানটি। তবে নানা ব্যস্ততায় হয়ে ওঠেনি। যদিও ঈদে কয়েকটি ডুয়েট গান এসেছে। প্রতি জোড় বছরে আমি একটি অ্যালবাম করি। সে ধারাবাহিকতা এবারও থাকবে আশা করি। তৃতীয় অধ্যায়ে তিনটি গান থাকবে। তৃতীয় গানের কাজও চলছে।’

গানগুলোর ভিডিও হবে কি? এমন প্রশ্নে পুতুল বলেন, ‘ইচ্ছে আছে। তবে এটি করতেই হবে এমন ধরাবাঁধা ইচ্ছা নেই। গানের উদ্দেশ্যেই গানটি করেছি। গানগুলো করছি। ভিডিও হলে ভালো। না হলেও কোন সমস্যা নেই।’

সংগীতে ইউডা থেকে অনার্স মাস্টার্স করা পুতুলের চারটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে এখন পর্যন্ত। দিনগুলো গান আর ফুটবলে কেটে যাচ্ছে এভাবেই। যাকনা কেটে ক্ষতি কি?