চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফুসফুসে সংক্রমণের পর হৃদরোগে আক্রান্ত জয়ললিতা

হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়ই আবারও হৃদরোগে আক্রান্ত হয়েছেন ভারতের তামিলনাড়ু প্রদেশের মুখ্যমন্ত্রী জে জয়ললিতা। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

ফুসফুসে সংক্রমণে গত সেপ্টেম্বর থেকেই হাসপাতালে আছেন জয়ললিতা। ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। আশা করা হচ্ছিল খুব দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। ডাক্তারের এই আশার বাণীতে সবাই বেশ আনন্দিত ছিলেন।

কিন্তু রোববার রাতে হঠাৎ করেই আবার হার্ট অ্যাটাক হয় জয়ললিতার। জরুরি ভিত্তিতে ৬৮ বছর বয়সী এই মুখ্যমন্ত্রীকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে হৃদপিণ্ড ও ফুসফুস সচল রাখার উদ্দেশ্যে ‘এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন হার্ট অ্যাসিস্ট ডিভাইস’ নামের এক ধরণের লাইফ সাপোর্ট ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করে রাখা হয়েছে তাকে।

বর্তমানে জয়ললিতার অবস্থা বেশ গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।