চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জোড়া গোলে এমবাপের সেঞ্চুরি, পথে ফিরল পিএসজি

সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষে দুই গোল করে পিএসজিকে দারুণ এক জয় এনে দেয়ার রাতে লিগ ওয়ানে গোলের সেঞ্চুরি ছুঁয়েছেন কাইলিয়ান এমবাপে। সবচেয়ে কমবয়সী হিসেবে, ২২ বছর ৩৫৭ দিন বয়সে ফ্রেঞ্চ লিগে শততম গোলের মাইলফলকে নাম লেখালেন বিশ্বকাপজয়ী তারকা।

চারদিন আগে চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুগের বিপক্ষেও করেছিলেন জোড়া গোল। ফরাসিদের বিশ্বকাপজয়ী তারকা ধারা অব্যাহত রেখে টেবিলের শীর্ষস্থান সুসংহত করে দিলেন লা প্যারিসিয়ানদের।

প্যারিসে ঘরের মাঠে রোববার রাতে মোনাকোকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা পয়েন্ট টেবিলে ১৩ ব্যবধানে এগিয়ে শীর্ষে। মোনাকোর সাথে তাদের পয়েন্ট ব্যবধান এখন ১৯।

জয়ে ১৮ ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৪৫। দ্বিতীয় অবস্থানে এক ম্যাচ কম খেলা মার্শেই, পয়েন্ট ৩২। পিএসজির সমান ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের আটে মোনাকো।

গত মৌসুমে মোনাকোর বিপক্ষে দুই দেখাতেই হেরেছে পিএসজি। এবার কিক অফের বাঁশি বাজার তিন মিনিটে গোল খেতে বসেছিল স্বাগতিকরা, সোফিয়ানে দিয়ুপের শট পোস্ট দুর্ভাগ্যে কাটা পড়ে।

দ্বাদশ মিনিটে বক্সের মধ্যে ডি মারিয়াকে ফাউল করে অতিথিরা। স্পট কিকের সিদ্ধান্ত দেন রেফারি। পিএসজিকে এগিয়ে নিতে ভুল করেননি এমবাপে।

ম্যাচের ৩০ মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রি-কিক পায় পিএসজি। মেসির শট ক্রসবারের উপর দিয়েই চলে যায়। বিরতির আগে মেসির পাসে বল পেয়ে লিড দ্বিগুণ করেন এমবাপে। চলতি মৌসুমে লিগ ওয়ানে ১৭ ম্যাচে ৯ গোল হল ফরাসি ফরোয়ার্ডের।

দ্বিতীয়ার্ধে ফরোয়ার্ডরা বেশকিছু সুযোগ তৈরি করেও গোল বাড়িয়ে দিতে পারেননি পিএসজির। ম্যাচের ৬৪ এবং ৭০তম মিনিটে দুটো শট লক্ষ্যে রাখতে পারেননি মেসি। ৮০ মিনিটে আরও একটি সহজ সুযোগ হাতছাড়া করেন আর্জেন্টাইন মহাতারকা।

লিগ ওয়ানে গত দুই ম্যাচে ড্র করা পিএসজি মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা ধরে রাখল। ক্লাব ব্রুগেকে ৪-১ গোলে বিধ্বস্ত করার দিনে জোড়া গোল করেছিলেন মেসি-এমবাপে দুজনই।