চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জোভান-ফারিণের প্রেম ও হেঁয়ালির গল্প

কেন্দ্রীয় চরিত্র রূপা ও নায়ক অরণ্য চৌধুরীর মিষ্টি প্রণয় দিয়ে নাটকটি শুরু হলেও একসময়ে এসে রূপা অরণ্যের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠে। কোনোভাবেই অরণ্যের প্রতি বিশ্বাস ও আস্থা রাখতে পারে না। যার ফলে রূপা তাদের সম্পর্কের ইতি টানতে চায়। কেননা পুরো গল্পটি জুড়েই রয়েছে নায়ক অরণ্যের হেঁয়ালিপনা ও কথার মারপ্যাঁচ।

অন্যদিকে অরণ্যও রূপাকে প্রচণ্ডভাবে ভালোবাসে কিন্তু দুর্বিষহ বেকার জীবন ও জীবনের টানাপড়েনের এই কঠিন সময়ে রূপাকে উৎফুল্ল রাখতেই অরণ্য নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে ব্যতিব্যস্ত রাখতে চায়। কিন্তু শেষমেশ রূপার বিয়ে ঠিক হতেই অরণ্য প্রচণ্ডভাবে ভেঙে পড়ে।

শেষে গল্পটি মোড় নেয় অন্য পরিণতির দিকে। শেষ পর্যন্ত কী হয়? অরণ্য আর রূপার মধ্যে কি বিচ্ছেদই চূড়ান্ত?

জানতে হলে দেখতে হবে সিএমভি প্রযোজিত নাটক ‘লাইফ ইজ বিউটিফুল’। যার চিত্রনাট্য লিখেছেন মঈনুল সানু এবং নির্মাণ করেছেন রুবেল হাসান। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জোভান ও তাসনিয়া ফারিণ।

নির্মাতা রুবেল হাসান বলেন, ‌‘নাটকটির পুরোটাজুড়ে প্রেম, বিরহ ও হেঁয়ালি দিয়ে সাজানো। জোভান ও ফারিণ জুটি হিসেবে অসাধারণ অভিনয় করেছেন এতে। আশা করছি দর্শকরা উপভোগ করবেন।’

নাটকটি শিগগিরই উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।